SSW & TITP ( Japan) প্রজেক্টের কারিকুলাম অনুযায়ী প্রশিক্ষণ দিচ্ছে  MAWTS। সেই সাথে সহায়তা করছে উচ্চতর শিক্ষার।
Online Admission Form
Sign in to Google to save your progress. Learn more
আবেদন ফরম পূরণ করার পূর্বে ভর্তির যোগ্যতা ও অন্যান্য নিয়ম-কানুন সমূহ দেখে নিন।
১। ট্রেডের নাম:
ক) Nursing Care & Japanese Language
খ) Agriculture & Japanese Language
গ) Welder (Manual Welding বা Semiautomatic Welding)
ঘ) Machine Operator (Lathe or Milling Machine)
ঙ) Scaffolder (Construction Work)
চ) Painter (Construction Painting, Metal Painting, Spray Painting Work)
ছ) Construction Worker (Tiler, Roofer, Plasterer (Wall, Roof), Mason, etc.)
জ) Plumber (Construction Pipe installation Work)
ঝ) Electrician
ঞ) Carpenter 

বি.দ্র: মট্স হোস্টেলে (আবাসিক) থাকা সাপেক্ষে এই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ থাকবে।

২। উচ্চশিক্ষার ব্যবস্থা করছে MAWTS
   ক)  জাপান
   খ)  মালয়েশিয়া

৩। প্রশিক্ষণ মেয়াদ:
৬ মাস (সপ্তাহে ৬ দিন, প্রতিদিন ১৩ ঘন্টা)

৪। ভর্তির যোগ্যতা:
ক)  শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন এসএসসি/ সমমান পাশ;
খ) বয়স: ১৮-৩০ বছর।

৫। প্রয়োজনীয় কাগজ পত্র:
ভর্তির সময় নিম্নোক্ত প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনতে হবে।
ক) ২ কপি (সদ্যতোলা) পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
খ)  সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ।
গ) জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট এর কপি (যদি থাকে) জমা দিতে হবে।
 
৬। কারা অগ্রাধিকার পাবেন:
ক) অবিবাহিত
খ)  উপজাতি/ ক্ষুদ্র নৃগোষ্টি
গ) ইংরেজি ও বাংলা ভাষায় দক্ষ
ঘ) মৃদুভাষী, সৎ ও অমায়িক

অযোগ্য বিবেচনা করা হবে-
ক) নেশা জাতীয় দ্রব্য গ্রহণে আসক্ত হলে
খ) অলস হলে
গ) সংক্রামক রোগে আক্রান্ত হলে
ঘ) অধ্যায়ণরত অবস্থায় ছুটি নিলে
ঙ) কোন রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত এবং ফৌজদারি অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের প্রশিক্ষণার্থী হিসেবে বিবেচনা করা হবে না। উক্ত বিষয়ে তথ্য গোপন করলে পরবর্তীতে এ কারণে ভিসা আবেদন বাতিল হলে মট্স কর্তৃপক্ষ কোন প্রকার দায়িত্ব বহন করবে না।

৭। রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত তথ্যাবলী:
📛  bKash Merchant Account Number : 01329639524  📛

রেজিস্ট্রেশন করার জন্য নিম্নে উল্লেখিত পরিমাণ টাকা bKash Make Payment করুন উপরোক্ত Merchant Account নাম্বারে  এবং পেমেন্ট করার সময় রেফারেন্সে অবশ্যই আপনার নাম এবং জাপান লিখুন। যেমন- RAHMANJAPAN

✅   রেজিস্ট্রেশন ফি: ৫০০/- + বিকাশ খরচঃ ২০/- সর্বমোটঃ ৫২০ টাকা।
✅  পেমেন্ট সম্পূর্ণ হলে Successful SMS প্রদর্শিত হবে। SMS এ প্রদর্শিত Transaction ID এবং Transaction Reference No সংরক্ষণ করুন।
✅  ভুল নম্বরে বিকাশ করে Transaction ID এবং Transaction Reference No ব্যবহার করে ফরম পূরণ করলে তা গ্রহণযোগ্য হবে না।

৮। এছাড়াও ভর্তি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য নিম্নোক্ত নম্বরসমূহে যোগাযোগ করতে পারেন।
Mobile: ০১৩২৯ ৬৩৯ ৫৫১, ০১৩২৯ ৬৩৯ ৫২২
E-mail: dmte@mawts.org
Facebook Page: www.facebook.com/mawts  
প্রার্থীর নাম *
জাতীয় পরিচয়পত্রের নং *
পাসপোর্ট নং (যদি থাকে)
জন্ম তারিখ *
MM
/
DD
/
YYYY
প্রার্থীর মোবাইল নং *
প্রার্থীর হোয়াটস্যাপ নং
পিতার নাম *
মাতার নাম *
পিতার মোবাইল নং
লিঙ্গ *
ধর্ম *
বর্তমান ঠিকানা *
স্থায়ী ঠিকানা *
জেলা *
সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা: *
প্রশিক্ষণ ট্রেডের নাম *
রাজনৈতিক কর্মকান্ড এবং ফৌজদারি অপরাধের সাথে জড়িত কিনা?  *
Payment Information
রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত তথ্যাবলী:
📛  bKash Merchant Account Number :  01329639524 📛

রেজিস্ট্রেশন করার জন্য নিম্নে উল্লেখিত পরিমাণ টাকা bKash Make Payment করুন উপরোক্ত Merchant Account নাম্বারে  এবং পেমেন্ট করার সময় রেফারেন্সে অবশ্যই আপনার নাম এবং জাপান লিখুন। যেমন- RAHMANJAPAN

✅   রেজিস্ট্রেশন ফি: ৫০০/- + বিকাশ খরচঃ ২০/- সর্বমোটঃ ৫২০ টাকা।
✅  পেমেন্ট সম্পূর্ণ হলে Successful SMS প্রদর্শিত হবে। SMS এ প্রদর্শিত Transaction ID এবং Transaction Reference No সংরক্ষণ করুন।
✅  ভুল নম্বরে বিকাশ করে Transaction ID এবং Transaction Reference No ব্যবহার করে ফরম পূরণ করলে তা গ্রহণযোগ্য হবে না।
Amount (উল্লেখিত টাকার পরিমান লিখুন)
*
bKash Transaction ID
*
Transaction Reference
*
বিঃদ্রঃ
রেজিস্ট্রেশন ফরম সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিক কিনা পুনরায় যাচাই করে দেখুন।
অঙ্গীকারনামা

  • আমি এই মর্মে অঙ্গীকার করছি যে, ভর্তি আবেদন ফরম এ দেয়া সকল তথ্য সঠিক।
  • মট্স-এর সকল নিয়ম যথাযথভাবে পালন করবো।
  • আমি মট্সকে আমার সাক্ষাৎকার গ্রহণ, ছবি তোলা ও ভিডিও করার অনুমতি প্রদান করছি। সেই সাথে প্রশিক্ষণ চলাকালীন সময় বা প্রশিক্ষণ গ্রহণের পর আমার যেসব ছবি তোলা হবে ও ভিডিও করা হবে তা মট্সকে বিভিন্ন কাজে রিপোটিংসহ সোস্যালমিডিয়া ও ওয়েব সাইটে ব্যবহারের অনুমতি প্রদান করছি।   

Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy